দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাটা অবাক করার মতো। চলতি মরশুমের দলীপ ট্রফিতে নাম লিখিয়েছেন মোট ১৯ জন স্পিনার। তার মধ্যে ১১ জন বাঁ-হাতি! বাকি ছ’জন অফ-স্পিনার। আর ‘রিস্ট-স্পিন’ বিভাগে আছেন মাত্র দু’জন—তাঁদের মধ্যে পরিচিত মুখ কুলদীপ যাদব (Kuldeep Yadav) ফের একবার অগ্নিপরীক্ষায় নামছেন।
কাগজে-কলমে, খোলা চোখে ভারতীয় ক্রিকেটে বাঁ-হাতি স্পিনের রেনেসাঁ। কিন্তু আড়ালে চিন্তাও ঘুরপাক খাচ্ছে। এই ‘পরিমাণে’র ভিড়ে ‘গুণমান’ কতখানি? কতজন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে নামতে প্রস্তুত?—সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।