দ্য ওয়াল ব্যুরো: বাংলার প্রশ্নপত্রে নামকরণের সার্থকতা নিয়ে একটা সময় বাঁধাধরা প্রশ্ন আসত। নয়া শিক্ষানীতি আসার পর অনেক কিছুর মতো এই সওয়ালটাও তামাদি হয়ে গিয়েছে। ফলে শেকসপিয়রের ‘গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন...’—দিয়ে আস্তিন গুটিয়ে উত্তর লেখার সুযোগ নেই।
সুযোগ থাকুক না থাকুক, হলফ করে বলতে পারি, কেরলের পেসার ইডেন অ্যাপেল টম-কে আজও ঘরোয়া অনুষ্ঠান হোক চায় পাঁচতারা হোটেলের কেতাদুরস্ত আয়োজন—সর্বত্র নিজের নামের সার্থকতা কাঁচুমাচু মুখে বলতে হয়! কেন এই অদ্ভুত নাম? বাবা-মা কি আর কিছু খুঁজে পাননি? সবার সামনে বলতে কোনও অস্বস্তি হয় না?—জাতীয় একাধিক কূট প্রশ্ন ধেয়ে আসে নিশ্চিত!