দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সোমবার সন্ধ্যায় বিশেষ বিমানে রাজধানীতে অবতরণ করেন তিনি। প্রোটোকল ভেঙে নিজেই এয়ারপোর্টে গিয়ে পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এ দিন পুতিনের আসার আগে বিমানবন্দর চত্বরে ছিল কড়া নিরাপত্তা। প্রধানমন্ত্রী মোদী নিজে এগিয়ে গিয়ে করমর্দন ও আলিঙ্গনে স্বাগত জানান রুশ প্রেসিডেন্টকে। দু’জনকে কথোপকথনে যথেষ্ট অনায়াস ও সৌহার্দ্যপূর্ণ দেখায়। এরপরই একসঙ্গে সাদা গাড়িতে উঠে পড়েন দুই রাষ্ট্রনেতা।