দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির অনশন মঞ্চে (Thakurbari, Matuas) আজ এক ভিন্ন দৃশ্য। আমরণ অনশনরত মতুয়াদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
এসআইআর (SIR) এর প্রতিবাদে মতুয়াদের দিল্লি (Delhi, Jantar Mantar) যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঠাকুরবাড়িতে অনশন (Hunger Strike) করে নয়, দিল্লির রাস্তায় আওয়াজ তুলতে হবে। যন্তর-মন্তরে অনশন হোক, আমি থাকব পাশে।”
#REL