দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ অগস্ট আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর। সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে ৮-৯ তারিখ নানা কর্মসূচি নিয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীরা। ৯ তারিখ আবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তবে অভিযোগ, সেই অভিযান আটকাতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। সেই ইস্যুতে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কার্যত তুলোধনা করলেন তাঁরা।