দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় যেন দুষ্কৃতীদের তাণ্ডব থামছেই না। বুধবার গভীর রাতে কসবার (Kashba) বোসপুকুর প্রান্তিক পল্লী এলাকায় শুটআউট (Shootout)। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলেছে গুলি। এক বছর আগেও এই ঘটনা ঘটেছিল। আবারও তেমনটাই হল। আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ১১টা নাগাদ এই গুলির ঘটনা ঘটে। আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১) বলে জানা গিয়েছে, যাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। বর্তমানে রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।