দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণের (Delhi Red Fort Blast) তদন্তে উত্তরাখণ্ড পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। শনিবার দিল্লি ও উত্তরাখণ্ড পুলিশের সহযোগিতায় হলদোয়ানির বনভুলপুরা এলাকা থেকে বিলালি মসজিদের ইমাম মহম্মদ আসিফ ও তার সহযোগী ইলেকট্রিশিয়ান নজর কামালকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) সঙ্গে সরাসরি যুক্ত ধৃত এই দু'জন। আত্মঘাতী বোমারু উমর উন নবির (Umar un Nabi) সঙ্গে নিয়মিত ফোনে কথা হত তাঁদের। উমরের কল ডিটেইলস মিলিয়েই তাঁদের খোঁজ পাওয়া গেছে। ধৃত দু'জনকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে আসা হয়েছে।