দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লার কাছে বিস্ফোরণের (Delhi Blast) তদন্তে শনিবার পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশে মূল অভিযুক্ত ডা: মুজাম্মিল শাকিল গনাই, ডা: আদিল আহমেদ রাধার, ডা: শাহিন সইদ ও মুফতো ইরফান আহমদ ওয়াগেকে ১০ দিনের বিচারবিভাগীয় (10-day judicial custody) হেফাজতে পাঠানো হয়েছে। এর আগে দশ দিনের হেফাজত শেষে চারজনকে আদালতে পেশ করা হয়।
জম্মু–কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police) ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে, যাকে তারা ‘হোয়াইট-কলার টেরর মডিউল’ বলে উল্লেখ করছে। তদন্তকারীদের মতে, এই নেটওয়ার্কের সঙ্গেই সরাসরি যুক্ত দিল্লির ওই বিস্ফোরণ।
#REL