দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের ঘটনায় অবশেষে জমা পড়ল চার্জশিট। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ৬০০ পাতারও বেশি নথির চার্জশিট জমা পড়ল।
জানা গেছে, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ডের তথ্য রয়েছে। আর ৬৫৮ পাতার এই চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় সহ কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
#REL
কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং কয়েকজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্তকারী দল। দেখা গেল তারপরই চার্জশিট জমা পড়ল।