দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কলেজের (College) এই ঘটনা বহু বছর পুরনো এক মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দেবে। আমেরিকার এক হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এক তরুণী। বেশ কয়েক দিন পর তাঁর দেহ উদ্ধার হয়েছিল হোটেলেরই জলের ট্যাঙ্ক থেকে। আর সেই কদিন ধরে ওই জলই ব্যবহার করছিল হোটেল কর্তৃপক্ষ। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ভারতে।
উত্তরপ্রদেশের ডিঅরিয়ার মহর্ষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় দশ দিন ধরে কলেজের ছাত্র ও কর্মীরা যে ট্যাঙ্কের জল (Water Tank) ব্যবহার করছিলেন, সেখান থেকেই উদ্ধার হয়েছে একটি পচাগলা দেহ (Dead Body)!