দ্য ওয়াল ব্যুরো: ফের শহরের (Kolkata) এক হোটেল (Hotel) থেকে এক যুবকের দেহ উদ্ধার (Body Found) হয়েছে। কসবা রাজডাঙা এলাকার ওই হোটেলের একটি ঘর থেকে ওই মৃতদেহ (Dead Body) উদ্ধার হয়েছে। তবে মৃত্যু কী কারণে হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।
এই মুহূর্তে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ডগ স্কোয়াড (Dog Squad) থেকে শুরু করে ফরেন্সিক টিম (Forensic Team), লালাবাজারের হোমিসাইড শাখা (Lalbazar Homicide Unit)।
#REL