দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে (Banshdroni) এক বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মা ও ছেলের পচাগলা দেহ (Dead Body Found)। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত শিলা দাশগুপ্তের বয়স ৬৯, আর তাঁর ছেলে সুতীর্থ দাশগুপ্তর বয়স ৩৮।
মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুর এলাকার (Brahmapur) ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। খবর পেয়ে বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। খাটের উপর মা-ছেলের দেহ মিলেছে, তাতে পচন ধরে গেছে। ঘর থেকে একাধিক ঘুমের ওষুধের খালি স্ট্রিপ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এটি আত্মহত্যার (Suicide) ঘটনা।