দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ফের আগুন (Fire)। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (EM Bypass) ধারে প্লাস্টিকের গোডাউনে (Plastic Godown) বুধবার দুপুরে আগুন লাগে।
প্রায় ২ হাজার স্কোয়ার ফুট জায়গা দাউদাউ করে জ্বলছে। দমকল (Fire Brigade) ঘটনাস্থলে আসার আগে পর্যন্ত স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকের পরিমাণ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, কোনও ভাবে শর্ট সার্কিট থেকে হয়েছে এই অগ্নিকাণ্ড।
#REL