দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire Incident in Kolkata)। ইএম বাইপাসের (EM Bypass) ধারে আবার আগুন লাগার ঘটনা ঘটল শুক্রবার। এদিন সকালে আনন্দপুরের গুলশন কলোনিতে (Anandapur Gulshan Colony) একটি রঙের গুদামে আচমকা আগুন লাগে।
গুদামে দাহ্য পদার্থ ও নানা ধরনের রাসায়নিক মজুত থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়ে। ঘিঞ্জি আবাসনের ভিতর এই আকস্মিক আগুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
#REL