দ্য ওয়াল ব্যুরো: ভ্রমণের আগে মানসিক চাপ? কিংবা দীর্ঘ যাত্রার ক্লান্তি? হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সেই টেনশন মুছে দিতে হাজির একদল নরম তুলতুলে সঙ্গী, চারটি প্রশিক্ষিত ‘থেরাপি ডগ’।
বিমানবন্দরের নিয়ামক সংস্থা জিএমআর গ্রুপ সম্প্রতি চালু করেছে এক অভিনব উদ্যোগ, ‘থেরাপি ডগ প্রোগ্রাম’। এই পাইলট প্রকল্পে আপাতত চারটি কুকুর রাখা হয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান টার্মিনালে। কুকুরগুলিকে সঙ্গ দিচ্ছেন পেশাদার হ্যান্ডলাররা।
#REL