দ্য ওয়াল ব্যুরো: প্রায় দুই দশক ধরে কোমায় ছিলেন। শেষমেশ মৃত্যু হল সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের (Saudi Prince Alwaleed bin Khaled bin Talal)। শনিবার প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৩৬ বছর।
২০০৫ সালে লন্ডনে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজপুত্র আলওয়ালিদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। ব্রেন ইনজিওরি এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের জেরে সম্পূর্ণ কোমায় চলে যান। সেখান থেকেই দীর্ঘ ২০ বছরের লড়াই শুরু হয়। সৌদি আরবের কিং আবদুলআজিজ মেডিক্যাল সিটি 'বাড়ি' হয়ে তাঁর। প্রায় দুই দশক ধরে সেখানেই ছিলেন তিনি, লাইফ সাপোর্টে।
#REL