দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ সি–র শীর্ষ দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে আয়োজিত এই আসরে ভিনিসিয়াসদের গ্রুপ–পর্বের তিনটি ম্যাচ নির্ধারিত হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও মায়ামিতে।
প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো (Morocco)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হাইতি (Haiti)। আর শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ড (Scotland)। ভারতীয় সময় (IST) সহ সূচি একনজরে—
গ্রুপ সি–তে ব্রাজিলের প্রতিপক্ষ
মরক্কো (Morocco)
স্কটল্যান্ড (Scotland)
হাইতি (Haiti)