দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal) বিশ্বকাপ অভিযানে নামছে ১৭ জুন। গ্রুপ কে–র প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্লে–অফ ১–এর জয়ী—ডিআর কঙ্গো (DR Congo)/জামাইকা (Jamaica) /নিউ ক্যালেডোনিয়া (New Caledonia)। ম্যাচটি হবে হিউস্টনে (Houston)।
ওয়াশিংটন ডিসিতে শনিবার প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর পূর্ণাঙ্গ সূচি। তার ভিত্তিতেই পর্তুগালের গ্রুপ–পর্বের সময়সূচি নিশ্চিত হয়েছে। গ্রুপ কে–তে রোনাল্ডোদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান (Uzbekistan) ও কলোম্বিয়া (Colombia)।
#REL