দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন প্রায় দু’বছর পর। আর নেমেই সোনা জিতে নিলেন ভারতের লংজাম্পার (Long Jumper) মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। শনিবার পর্তুগালের (Portugal) মাইয়া শহরে (Maia) আয়োজিত ‘মিটিং মাইয়া সিদাদে দো দেস্পোর্তো ২০২৫’-এ (Meeting Maia Cidade do Desporto) ৭.৭৫ মিটার লাফ দিয়ে সবার সেরা কেরলের অ্যাথলিট। প্রসঙ্গত, এই টুর্নামেন্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কনটিনেন্টাল ট্যুরের ব্রোঞ্জ স্তরের প্রতিযোগিতা।