দ্য ওয়াল ব্যুরো: ‘দয়া করে ওকে বেড়ে উঠতে দিন। অযথা ঘাড়ে প্রত্যাশার বোঝা চাপাবেন না।‘
কথাগুলো বলা হল যাকে নিয়ে, তিনি ইতিমধ্যে বিশ্বফুটবলে হিল্লোল তুলেছেন। উপমান খুঁজতে হাঁকপাঁক করছেন বিশ্লেষক, ধারাভাষ্যকারদের বড় অংশ। কেউ সামনে টানছেন মেসিকে। কেউ ওজনে ভারী বুঝে তুলনায় কিঞ্চিৎ খাটো ডাচ কিংবদবন্তি রবেনে এসে ঠেকছেন।