দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আজকের দিনে পাশে থাকতেন জোতা (Diogo Jota)।
সবকিছু ঠিক থাকলে পেতেন ভালবাসার চুম্বন, কোনও এক দ্বীপে ছুটি কাটাতে যেতেন সপরিবারে।
সবকিছু ঠিক নেই, কোনওকিছুই আর ঠিক নেই রুতে কার্দসোর (Rute Cardoso) জীবনে। স্বামী, বিখ্যাত ফুটবলার দিয়োগো জোতা মারা গিয়েছেন (Diogo Jota Car Accident) গাড়ি দুর্ঘটনায়। তাও বিয়ের মাত্র ১১ দিনের মাথায়।