দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগেও ছবিটা একদম অন্যরকম ছিল। য়ুর্গেন ক্লপের ছত্রচ্ছায়ায় লিভারপুল মানেই ‘আন্ডারডগ স্পিরিট’… যেন বক্সিং রিংয়ে রকি বালবোয়া। ধনীদের বীরপুত্র ইভান দ্রাগোকে হারানোর মরণপণ জেদ নিয়ে যে হাতে গ্লাভস গলিয়ে নেয়!
জার্মান কোচ কখনও গোপন করেননি তাঁর দর্শন। যার ভিত্তিতে দলের ফুটবলারদের তৈরি করেন তিনি। দেন যুদ্ধজয়ের মন্ত্র! ক্লপ বলেছিলেন, ‘বিশ্বের সেরা দল হতে চাই না, চাই বিশ্বের সবচেয়ে কঠিন দল হতে!’