দ্য ওয়াল ব্যুরো: স্প্যানিশ লিগে রোমাঞ্চের রাত। প্রথমার্ধ শেষ হওয়ার পর যেটা কেউ কল্পনাও করেনি, দ্বিতীয়ার্ধে সেটাই ঘটল। দুই গোলে পিছিয়ে থেকেও লেভান্তের মাঠে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৩-২ জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।
অন্যদিকে, শিরোপার আরেক দাবিদার আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না। চলতি মরশুমে লা লিগায় নাম লেখানো এলচের বিরুদ্ধে ১-১ ড্র-য়ে আটকে গেল দিয়েগো সিমিওনের দল।