দ্য ওয়াল ব্যুরো: অ্যালেজান্দ্রো গ্রিমাল্ডোর (Alejandro Grimaldo) ৮৮ মিনিটের গোলে বায়ার লেভারকুসেন ঘরের মাঠে নিউক্যাসলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। বুধবার রাতে হওয়া এই ড্রয়ের ফলে নিউক্যাসলের সরাসরি শেষ ১৬-তে ওঠার সম্ভাবনা আপাতত ধাক্কা খেল।
এই গোলের কারণে নিউক্যাসল সেরা আটটি দলের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, যারা সরাসরি নকআউটে খেলার সুযোগ পায়। বর্তমানে আর দুটি ম্যাচ বাকি থাকতে, নিউক্যাসল সেরা আটের চেয়ে দুই পয়েন্ট এবং লেভারকুসেনের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে। তবে এই মুহূর্তে উভয় দলই প্লে-অফের দিকে যাচ্ছে।
#REL