দ্য ওয়াল ব্যুরো: মুখে বড় বড় প্রতিশ্রুতি, মাঠে এলোমেলো খেলা আর ম্যাচ জেতার মুহূর্তে স্নায়ু ভেঙে পড়া—গত কয়েক বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের হলোগ্রাম একটাই শব্দ: ‘বিপর্যয়’!
গতরাতে এর উলটো ছবির দেখা মিলল। আমোরিমের দল ৮৩ মিনিট এগিয়ে গেল, মাঝপথে ধাক্কা খেল, আবার ঘুরে দাঁড়িয়ে লড়াই জিতল। চাপ সামলানোর ক্ষমতা, এক গোলে এগিয়ে থাকা, সমতা ফিরলে গা-ছাড়া ভাব, শেষদিকে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া—ইউনাইটেডের গেলপ্ল্যানে অনেকদিন চোখে পড়েনি। কাল রাতে দেখা দিল পাক্কা নব্বই মিনিট।
কোন কায়দায় কিস্তিমাত করল ইউনাইটেড?