দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগে (Premier League) ফের হার। এই নিয়ে টানা চার নম্বর ম্যাচে মুখ থুবড়ে পড়ল গেলবারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। এবার ব্রেন্টফোর্ডের (Brentford) মাঠে। স্কোরলাইন ২–৩ হলেও লড়াই, অপ্রত্যাশিতভাবে, একপেশে। যার জেরে পয়েন্ট তালিকায় গড়াতে গড়াতে ষষ্ঠ স্থানে নেমে গেল আর্নে স্লটের টিম।
অন্যদিকে, চেলসি (Chelsea) ঘরের মাঠে শেষ মুহূর্তে হোঁচট খেল নবাগত সান্ডারল্যান্ডের (Sunderland) বিরুদ্ধে। আর সবাইকে চমকে গিয়ে দুরন্ত ফর্ম ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। হারাল ব্রাইটনকে। উঠে এল শীর্ষ চারে।