দ্য ওয়াল ব্যুরো: তিনি আশৈশব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ভক্ত। ভক্তির মাত্রা এতটাই যে, একসময় একটি ভিডিও কল সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মার্কোস র্যাশফোর্ড (Marcus Rashford) মেসি (Lionel Messi) ও রোনাল্ডোর (Cristiano Ronaldo) চাইতেও ধারেভারে এগিয়ে!
সেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন ম্যাঞ্চেস্টারে, তখন ওল্ড ট্র্যাফোর্ড (Old Trafford) যাবেন না, তা কী করে হয়! চতুর্থ টেস্ট শুরু হতে দিনকয়েক বাকি৷ টিমও যথেষ্ট ডামাডোলে। তবু সময় বের করে রেড ডেভিলদের আস্তায় ঢুঁ মারলেন গৌতম৷ সদলবলে। অধিনায়ক শুভমান থেকে ঋষভ পন্থ। সবাই কোচের পিছু পিছু ইউনাইটেডের ডেরায়।