দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বিরতি শেষ। সপ্তাহান্তে আবারও সরগরম প্রিমিয়ার লিগ (Premier League)। আলোচনার কেন্দ্রে একগুচ্ছ বড় ম্যাচ, চর্চিত ঘটনা: আর্সেনালের (Arsenal) মুখোমুখি নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest), কাল হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি (Manchester Derby) এবং লিভারপুলের (Liverpool) জার্সিতে আলেক্সান্ডার ইসাকের (Alexander Isak) অভিষেক।
ম্যানচেস্টার ডার্বি, চাপ দুই শিবিরেই