দ্য ওয়াল ব্যুরো: ফুটবল থেকে ক্রিকেট—যে খেলাতেই চোখ রাখুন, আকছার কানে আসবে ‘ডার্বি’ (Derby)। ইস্টবেঙ্গল–মোহনবাগান, ম্যানচেস্টার ইউনাইটেড–ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান–এসি মিলান—দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই মানে ‘ডার্বি’র টানটান উত্তেজনা, রুদ্ধশ্বাস আবেগ!
কিন্তু কোথা থেকে এল এই শব্দ? কী এর ব্যুৎপত্তি (Etymology)? এর ইতিহাস কত বছরের পুরনো? আর কেনই-বা ‘ডার্বি’ মানে বিশেষ মর্যাদা আর সম্মানরক্ষার ম্যাচ?