শুভম সেনগুপ্ত
শুধু টাকা ঢাললে তো হবে না। বুদ্ধি করে দলটা তৈরি করতে হবে। নীতুদাকে (ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার) পইপই করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুনিয়েছিলেন, “আপনারা যে কেন দলটা ভাল করে করছেন না!” তুলনা টেনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সদ্যোজাত ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) সঙ্গে। বলেছিলেন, “দেখে শিখুন। ওদের দেখে বুঝুন, কেমন বুদ্ধি খাটিয়ে দল গড়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তারাও আগে থেকে ভাবুন, কাদের নেবেন। এক বছর ধরে পরিকল্পনা করুন। কঠোর সিদ্ধান্ত নিন। আগামী বছর যেন