দ্য ওয়াল ব্যুরো: শিল্ড ফাইনালের ক্ষত মুছে গেল না ঠিকই, কিন্তু মিষ্টি প্রতিশোধটা নিল ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে (Mohun Bagan) গোলশূন্য ড্র-তে (Draw in the derby) আটকে দিয়েই সেমিফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড। আর সেই সঙ্গে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল সবুজ-মেরুন শিবির।
বিকেলে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচ ড্র হওয়ায় ডার্বিতে নামার আগে খানিক নিশ্চিন্ত ছিল দুই প্রধানই। কিন্তু হিসেব বলছিল, ড্র হলেই ইস্টবেঙ্গলের সেমিফাইনাল নিশ্চিত—আর সেটাই ঘটল। গোলশূন্য সমাপ্তিতেই শেষ চারে জায়গা পাকা করে ফেলল কার্লেস কুয়াদ্রাতের দল।