দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) কোচ পদে পরিবর্তন এল। হোসে মোলিনার (Jose Molina) জায়গায় সবুজ-মেরুন ব্রিগেডের নতুন হেড স্যার হিসেবে যোগ দিলেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা রডরিগেজ (Sergio Lobera Rodriguez)। বুধবার তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন।
ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন সের্জিও লোবেরা। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড (ISL Shield) এবং লিগ জয়ের অভিজ্ঞতা। এছাড়াও, বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
#REL