দ্য ওয়াল ব্যুরো: ডার্বির রাত মানেই আবেগের বিস্ফোরণ, শহরজোড়া আলোড়ন আর ময়দানি লড়াইয়ের উত্তাপ। আর এমন আবেগঘন রাতে ইস্টবেঙ্গলের (East Bengal) নায়ক হয়ে উঠলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস (Dimitrios Diamantakos)। একটি নয়, করলেন জোড়া গোল। আর ফেরালেন প্রায় দেড় বছর বাদে মোহনবাগানকে (Mohun Bagan) সিনিয়র ডার্বিতে হারানোর স্মৃতি!
এ পর্যন্ত তবু মেনে নেওয়া যায়। ইস্ট-মোহন ম্যাচে হ্যাটট্রিকের নজিরও অপ্রতুল নয়। হাসন মুস্তাক থেকে পিকে ব্যানার্জি হয়ে শেখ আজমল—অনেক নায়ক তিন গোল মেরেছেন, কেউ কেউ তিন গোল করে নায়ক বনেছেন।