দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের উত্তেজনায় মেতেছে কলকাতা। স্মরণীয় এক ডার্বি শেষের রাতে ফের উসকে উঠল নতুন বিতর্ক। রবিবার (১৭ আগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের কাছে ১-২ হেরে মাঠ ছাড়ার সময় মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিন্স সমর্থকদের উদ্দেশে মধ্যমা (মিডল ফিঙ্গার) দেখান।
ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই একে ২০০৫ সালে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের কুখ্যাত ঘটনার সঙ্গে তুলনা করছেন।
#REL