দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিল। সেটাই সত্যি হল। আগামী ১৭ তারিখ ডুরান্ড কাপের (Durand Cup) শেষ কোয়ার্টার ফাইনালে (Quarter Final) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (Emami East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার সন্ধেয় চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ডুরান্ড কমিটি।
সূচি অনুযায়ী, ১৬ অগস্ট বিকেল ৪টেয় ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে হবে শিলং লাজং বনাম ইন্ডিয়ান নেভি ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ডের মধ্যে। এই ম্যাচ হবে সন্ধে ৭টায় কোকরাঝাড়ে।
#REL