দ্য ওয়াল ব্যুরো: আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হিসেবে ফের দায়িত্ব পেলেন সঞ্জয় সেন (Sanjay Sen), অবশ্য প্রত্যাশিতই ছিল এই সিদ্ধান্ত। গত বছর তাঁর কোচিংয়েই দীর্ঘ দশকের অপেক্ষা শেষে সন্তোষ ট্রফি (Santosh trophy) জিতেছিল বাংলা। সেই সাফল্যের ভিত্তিতেই এবারও তাঁর হাতেই দায়িত্ব তুলে দিল আইএফএ (IFA)।
আজ আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সঞ্জয় সেনের নামেই সিলমোহর দেন। সভায় কোচেস কমিটির সম্মানীয় সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি এবং সহ-সচিব রাকেশ ঝাঁ।
#REL