দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী আজ রেঙেছে লাল-হলুদে। ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনিতে মুখর গোটা স্টেডিয়াম তথা শহর তিলোত্তমা। বহু মাইল দূরে বসে এই জয়ধ্বনি, উল্লাস কি শুনতে পাচ্ছেন মহম্মদ রশিদ? এই জয় তো তার নামেই উৎসর্গ করেছে দল, তার সমর্থকরা।
মোহনবাগানকে ২-১ গোলে হারানোর পর রশিদের জার্সি নিয়ে মাঠে ইস্টবেঙ্গলের উচ্ছ্বাস ছিল আজকের অন্যতম সেরা মুহূর্ত। বহুদিন পর সর্বভারতীয় ট্রফিতে মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল।
#REL