দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার (Nadia) কল্যাণীতে (Kalyani) অদ্ভুত ঘটনা। শুক্রবার মাঝেরচর এলাকায় এক ভবঘুরের ব্যাগ থেকে শতাধিক ভোটার কার্ড (Voter Cards) উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে প্রবল কৌতূহল, আর রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরচর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকার দুই বাসিন্দা এক অচেনা ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁরা জিজ্ঞাসাবাদ করতেই ব্যক্তি অস্বস্তিতে পড়ে যান। ব্যাগ (Bag) খুলেতেই দেখা যায়, ভিতরে রয়েছে শতাধিক ভোটারের পরিচয়পত্র!