ইস্টবেঙ্গল ৩ - ২ মোহনবাগান
দ্য ওয়াল ব্যুরো: ডার্বি (Kolkata Metro) নিয়ে কোনও প্রেডিকশন খাটে না। যে দলকে ফেভারিট মনে হয়, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তারাই হেরে গিয়েছে। এদিনও তেমনটাই ঘটল। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল (East Bengal) সিএফএল ডার্বিতে (CFL Derby) হারিয়ে দিল মোহনবাগানকে (Mohunbagan)।