দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় কেটেছে এক বছর (RG Kar Movement)। সেই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ উঠেছিল। কিন্তু এবার সেই আন্দোলনের মধ্যেই দুর্নীতির অভিযোগে পথে নামল 'ন্যায়বিচার মঞ্চ' তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা।
মঞ্চের সভাপতি ডাঃ চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, “চিকিৎসক ছাত্রীর মৃত্যু মানবজাতির কাছে লজ্জার। কিন্তু আরও লজ্জার, সেই হত্যাকে হাতিয়ার করে কিছু জুনিয়র ডাক্তার (Junior Doctors) আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার খেল দেখিয়েছেন।”
#REL