দ্য ওয়াল ব্যুরো: তিনি জুনিয়র চিকিৎসক (Junior Doctors)। আরজি কর আন্দোলনের (RG Kar Protest) অন্যতম মুখ। কিন্তু কিঞ্জল নন্দের (Kinjal Nanda) আরও একটি পরিচয়ও রয়েছে। তিনি অভিনেতা। দুর্গাপুজোয় (DurgaPuja2025) মুক্তি পাওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি দেবী চৌধুরানী-তে (Devi Chaudhurani) প্রফুল্লর স্বামী ব্রজেশ্বরের ভূমিকায় দেখা গেছে তাঁকে।
আন্দোলনকারী এবং অভিনেতা সত্তাকে কখনই মেলাতে চাননি কিঞ্জল। তবে তিনি না চাইলেই যে তা হবে না, এমনটাও নয়।