দ্য ওয়াল ব্যুরো: আরজি করের হাসপাতালের ঘটনার (RG Kar Incident) পর জুনিয়র ডাক্তাররা বিরাট আন্দোলন শুরু করেছিলেন। ডাক্তারদের পাশাপাশি সেই আন্দোলনে সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন তাঁদের অন্যতম হলেন জুনিয়র ডাক্তার (Junior Doctors) দেবাশিস হালদার (Debasish Haldar), অনিকেত মাহাতো (Aniket Mahato) এবং আসফাকুল্লা (Asfakullah)। তাঁদের কেন্দ্র করে এবার বিতর্ক দানা বাঁধল। তিনজনের নতুন পোস্টিংয়ে (New Posting) স্বচ্ছতা নেই বলে অভিযোগ উঠেছে।