দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা! ঠিক এক বছর আগে এই ৮ অগস্টের মধ্যরাতেই আরজি কর হাসপাতালের (RG Kar Case) চারতলার সেমিনার হলে ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন ডাক্তারি চিকিৎসক ছাত্রী। দেখতে দেখতে বছর পার।
'সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা এখনও অধরা'--এই অভিযোগে বিচারের দাবিতে ফের রাজপথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)।