দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক বদলির (Teachers Transfer) অনলাইন প্রক্রিয়া আপাতত বন্ধই থাকছে। উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে বদলির আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছ’মাস বাড়াল রাজ্য সরকার (State Govt)। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন বদলির এই ব্যবস্থা।
এই নির্দেশিকা জারি করেও রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার (Mutual Transfer) এই নির্দেশের আওতায় পড়বে না। স্বাভাবিক নিয়মেই চলবে মিউচুয়াল বদলির প্রক্রিয়া।
কী বলছে নতুন নির্দেশিকা?