দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষকের (primary teachers) ৩২ হাজার নিয়োগ বাতিল— দীর্ঘ দেড় বছরের অনিশ্চয়তা, দুশ্চিন্তা এবং সমাজের সামনে বারবার জবাবদিহির চাপ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ সেই বোঝা এক লহমায় নামিয়ে দিল বহু পরিবারের কাঁধ থেকে।
বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমারের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ (verdict, Primary TET) করে দেওয়ার পরই উচ্ছ্বাসে ভেসে যায় আদালত চত্বর।