দ্য ওয়াল ব্যুরো: এক প্রাপ্তবয়স্ক নারীর (Adult Woman) নিজের ইচ্ছেমতো জীবনযাপন করার স্বাধীনতাই তার মৌলিক অধিকার - এমনটাই স্পষ্ট করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh HC)। আদালত পরিষ্কার করে জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে চাইলে এমন ব্যক্তির সঙ্গেও থাকতে পারেন, যিনি বিবাহিত (Married Man)।
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানায়, “যে নারী নিজের বুদ্ধি-বিবেচনায় সিদ্ধান্ত নিতে সক্ষম, তাকে জোর করে বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো যায় না। বয়স যদি আঠারোর বেশি হয়, তবে তিনি যাকে বেছে নেবেন, তার সঙ্গেই থাকতে পারবেন।”