দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র (Vijay Shah) বিরুদ্ধে অবশেষে মামলা দায়েরের নির্দেশ দিল হাইকোর্ট। কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi)-কে নিয়ে তাঁর করা অবমাননাকর, সাম্প্রদায়িক এবং নারী বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে আদালত। রাজ্য পুলিশকে সরাসরি এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কথা সামনাসামনি আসার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল।