দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali 2025) আনন্দে দিল্লির ঐতিহাসিক ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে (Ghantewala Sweet Shop) হাজির হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ (Congress) রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানেই ঘটে এক মজার ঘটনা। দোকানের মালিক তাঁকে বিয়ে করার পরামর্শ দেন।
ঘণ্টেওয়ালার মালিক সুশান্ত জৈনের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। তাঁকে দেখে তিনি বলেন, “সারা দেশ বলছে উনি দেশের সবচেয়ে যোগ্য ব্যাচেলর। আমরা অপেক্ষা করছি উনি বিয়ে করুন, যাতে তাঁর বিয়ের মিষ্টির অর্ডারটাও আমরা পাই।”