দ্য ওয়াল ব্যুরো: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-কে (Chirodini Tumi Je Amar) ঘিরে ফের একবার অনিশ্চয়তা। দিতিপ্রিয়ার (Jeetu vs Ditipriya ) অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলেই জিতুকে ডেকে পাঠাল মহিলা কমিশন।
বেশ কয়েকদিন ধরেই দিতিপ্রিয়ার সঙ্গে জিতুর 'সুসম্পর্ক' নেই (Jeetu vs Ditipriya)। অভিনেতা ধারাবাহিক থেকে এনওসি দিলেও আবার শুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন। তারপরই আবার নতুন বিতর্ক। শোনা গেছিল, দিতিপ্রিয়া নাকি নারী কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ করেছেন।