দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক মানেই দিশারী। তিনি শিক্ষার্থীর মনে জাগিয়ে তোলেন কৌতূহল, জ্ঞানের প্রতি টান আর প্রজ্ঞার আলো। কিন্তু সমাজে এক বিশেষ শ্রেণির শিক্ষক আছেন, যাঁরা সাধারণের নজরে আসেন না— তাঁরা হলেন বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষক।
বিনা পারিশ্রমিকে, নিরলস ধৈর্য নিয়ে প্রতিদিন এই শিক্ষকেরা বোঝার চেষ্টা করেন প্রতিটি শিশুর মন ও শরীর, তারপর তার সঙ্গে মিলিয়ে দেন জ্ঞানের আলো। অথচ শিক্ষক দিবসের মঞ্চে তাঁদের কথা কতজনই বা মনে রাখে? সমাজের অভ্যেসে প্রদীপের নিচের অন্ধকার থেকেই যায়।