শুভদীপ বন্দ্যোপাধ্যায়
এ এক অন্য ছাত্র-শিক্ষকের গল্প। এ তখনকার গল্প, যখন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক ততটাও সহজ ছিল না। কিন্তু সে সময়েই মাস্টারমশাইয়ের জন্মদিন প্রথম উদযাপন করেন এক ছাত্র। শিক্ষক-ছাত্রের মধ্যেকার শাসন, বারণ কখন যেন স্নেহ, ভালবাসা, শ্রদ্ধায় পরিণত হয়ে গিয়েছিল। তারিখটা ১ জানুয়ারি, ১৯৪১। মাস্টারমশাইকে জন্মদিনে প্রণাম জানাতে ফুল নিয়ে মাস্টারমশাইয়ের বাড়ি হাজির হয়েছিল ছাত্র। বাংলার বুকে তখন এমন রীতি আদৌ প্রচলিত ছিল না। কিন্তু যেখানে সম্পর্কটাই অনন্য, সেখানে উদযাপনও হবে অভিনব।
