দ্য ওয়াল ব্যুরো: সময় যেন তাঁকে আজও ছুঁতে পারেনি। মুখে সেই মায়াবী আলো, চোখে প্রাণের ঝিলিক। সাতাত্তর বছর বয়সেও মৌসুমী চট্টোপাধ্যায় জানেন কীভাবে হাসতে হয়, কীভাবে অন্যকে হাসাতে হয়। অথচ এই হাসির আড়ালেই জমে আছে এক গভীর শোক, এক না বলা যন্ত্রণা। সন্তান হারানোর ক্ষত, যা চাইলেই কি আর পূর্ণ হয়?
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই সবচেয়ে অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। কথোপকথনে উঠে এসেছে তাঁর বড় মেয়ে পায়েল সিনহার মৃত্যুর প্রসঙ্গ। কীভাবে সেই শোক সামলে চলেছেন, কীভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন—সবটাই অকপটে জানিয়েছেন তিনি।
#REL