শুভদীপ বন্দ্যোপাধ্যায়
উত্তম-সুচিত্রা জুটির প্রথম ছবি ছিল 'সাড়ে চুয়াত্তর'। যে কমেডি-রোম্যান্টিক ছবি দিয়েই এই জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। কিন্তু উত্তমের বিপরীতে প্রথম পছন্দ সুচিত্রা ছিলেন না। অন্য এক নায়িকাকে ভাবা হয়েছিল উত্তমের বিপরীতে। তিনি মালা সিনহা। কেন উত্তম-মালা জুটি বদলে হয়ে গেল উত্তম-সুচিত্রা জুটি?