দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ডিসেম্বর সন্দীপ্তা সেনের বিবাহবার্ষিকী। স্বামী সৌম্য মুখোপাধ্যায় এই মুহূর্তে সঙ্গে নেই তাঁর। তিনি রয়েছেন বিদেশে, সিঙ্গাপুরে। মূলত কাজের জন্যই সেখানে যাওয়া তাঁর।
দুই বছরের বিবাহবার্ষিকী কি তবে দুই মুলুকে একা একাই পালন করবেন দু'জনে? তা কী করে হয়? অগত্যা সন্দীপ্তা করে ফেললেন প্ল্যানিং। ঠিক করে নিলেন বিশেষ দিন বিশেষ ভাবে পালন করতে উড়ে যাবেন সিঙ্গাপুরেই। পৌঁছে যাবেন সুদূর সিঙ্গাপুরেই। দ্য ওয়ালকে এমনটাই জানালেন সন্দীপ্তা।
#REL